Thursday, January 29, 2015

সংসদ ভবন ছাড়া দেশের কোথাও গণতন্ত্র নেই: এরশাদ:RTNN

সংসদ ভবন ছাড়া দেশের কোথাও গণতন্ত্র নেই: এরশাদ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, ‘এখন শুধু সংসদ ভবনে গণতন্ত্র আছে, দেশের আর কোথাও গণতন্ত্র নাই।’ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে প্রতীকী অনশন শেষে তিনি এ কথা বলেন। নৈরাজ্য ও সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় পার্টি দুপুর ১২টা থেকে পাঁচ
ঘণ্টার এই প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘দুই নেত্রীকে না বলুন। দেশে আগুন জ্বলছে। আমরা আগুন নেভাব। আমরা মানুষের মুখে হাসি দেখতে চাই। দেশে শান্তি দেখতে চাই।’ এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও এমএ হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment