
৬ এবং অন্যজনের বয়স ২৭ বছর। পুলিশ মুখপাত্র থুলানি গুবানে বলেন, ‘লাশ দেখে মনে হচ্ছে, তাদের হাতুড়ির মতো ভারী কিছু দিয়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।’ জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহর সান সিটি জুয়ার নগরী হিসেবে পরিচিত। কিছুদিন আগে এক কৃষ্ণাঙ্গ তরুণ খুন হওয়ার পর সেখানে অভিবাসীদের ওপর একের পর এক হামলা হচ্ছে। দুজনের লাশ পেলেও তাদের সঙ্গে থাকা আরও একজন নিখোঁজ বলে পুলিশ কর্মকর্তা ওবানি জানিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের ফেইসবুক পেজে তিনজন নিহতের কথা বলা হচ্ছে। অভিবাসীদের দোকানে হামলার ছবিও দিয়েছেন তারা। মন্তব্য
No comments:
Post a Comment