
জানুয়ারি পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বের হওয়ার চেষ্টা করে ফের পুলিশি বাধার মুখে পড়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন তিনি। সোমবার ভোররাতে ওই কার্যালয়ের চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। এর পর বিকেলে বিএনপি নেতারা একে একে সেখানে যেতে থাকেন। বিএনপির স্থায়ী কমিটির ছয়জন সদস্য- আর এ গনি, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমানকে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে। এদিকে, পুলিশি বেষ্টনী চলে গেলেও কার্যালয়ের ফটকের বাইরে সাদা পোশাকেসহ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। ভেতরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা আছেন। গত ৩ জানুয়ারি রাত থেকে কার্যালয়ের বাইরে ফটক ঘেঁষে পুলিশের দুই স্তরের নিরাপত্তা ছিল। ফটকে তালার পাশাপাশি কার্যালয় সংলগ্ন সড়কে ১১টি ট্রাক এনে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। গত ১৫ দিন সড়কটি আটকে রেখেছিল পুলিশ। মন্তব্য
No comments:
Post a Comment