
ঢাকা: সরকার এবার বন্ধ করে দিয়েছে হোয়াটস অ্যাপসহ তিনটি সেবা। বন্ধ করে দেয়া অন্য দুটি অনলাইন ভয়েস ও মেসেজিং সেবা হলো মাই পিপল ও লাইন। সোমবার এগুলো বন্ধ করা হয় বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সূত্র নিশ্চিত করে বলে একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
k'>

ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) ও ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান বিডি লিংকের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি নতুন তিনটি অ্যাপ্লিকেশন বন্ধের জন্য বিটিআরসি থেকে একটি চিঠি পেয়েছেন। এর আগ শনিবার রাতে সরকার ভাইবার ও ট্যাঙ্গোর সেবা বন্ধ করে দেয় সরকার। ইন্টারনেটের এই সেবা বন্ধ করে দেয়ার পর ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিটিআরসি সূত্র জানায়, ২১ জানুয়ারি পর্যন্ত এই সেবাগুলো বন্ধ থাকবে। নতুন বার্তা/মোআ
No comments:
Post a Comment