Sunday, December 28, 2014

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যই কাল হলো জিহাদের!:Time News

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যই কাল হলো জিহাদের! স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ ডিসেম্বর, ২০১৪ ০০:১৫:৫১ ‘পাইপের ভেতরে জীবিত বা মৃত কোনো মানুষ নেই’- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমন ঘোষণার কারণেই জিহাদকে জীবিত উদ্ধার করা যায়নি বলে অভিযোগ করেছেন নিহত শিশু জিহাদের বাবা নাসির বকুল। শনিবার সন্ধ্যায় শাহজাহানপুর রেল কলোনির ৪০/এ নম্বরের ভাড়া বাসায় সাংবাদিকদের সামনে তিনি এমন দাবি ক
রেন। জিহাদের বাবা বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন ঘোষণার কারণেই মাঝ রাত থেকে উদ্ধার কাজে ধীরগতি চলে আসে। আর এ কারণেই শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস জিহাদকে উদ্ধার করতে পারেনি। প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তারা কাজ করেছে দায়সারাভাবে।’ জিহাদের বাবা আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের অপরিকল্পিত কাজ পরিচালনার জন্যই জিহাদকে জীবিত উদ্ধার করা যায়নি। অনেকেই জিহাদকে উদ্ধার করতে নিজ উদ্যোগে ছুটে এসেছিল, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনের বাধার মুখে কেউই কোনো পদক্ষেপ নিতে পারননি।’ আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেই পাইপের মধ্যে দড়ি ফেলতে শুরু করেছিল, অথচ এই পাইপের গভীরতা সম্পর্কে তাদের কারোই কোনো ধারণা নেই। তারা শুধু দড়ি ফেলেই গিয়েছে। মাপ না নিয়ে অতিরিক্ত দড়ি পাইপে ফেলার কারণেও আমার ছেলের মৃত্যু হতে পারে।’ এসময় জিহাদের বাবার সঙ্গে এলাকাবাসীর মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিবেশী সাইফুল ইসলাম, দোকানদার নাজির আলী, লিয়াকত মিয়া প্রমুখ। উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টার দিকে শাজাহানপুর এলাকায় পানির পাম্পের পাইপের কাছে খেলতে গিয়ে খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় জিহাদ নামের তিন বছরের একটি শিশু। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৩টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উদ্ধার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘এই পাইপে যে, কোনো জীবিত বা মৃত শিশুর অস্তিত্ব নেই এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরও ফায়ার সার্ভিস ওই পাইপের শেষ স্তর পর্যন্ত অভিযান চালাবে।’ মন্ত্রীর এ মন্তব্যের ৯ ঘণ্টার মাথায় একদল সেচ্ছাসেবীর প্রচেষ্টায় উদ্ধার হয় শিশু জিহাদ। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। জেএ


No comments:

Post a Comment