
্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘সরকারকেও কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। সম্মিলিত চেষ্টায় তা প্রতিহত করা হবে।’ রিজভী বলেন, ‘২০-দলীয় জোট সোমবার সারাদেশে হরতাল ঘোষণার পর সরকার টালমাটাল হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, গণহারে নেতাকর্মীদের আটক করা হচ্ছে।’ এ সময় তিনি ২০-দলীয় জোটের সোমবারের হরতাল সফল করার আহ্বান জানান। বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় জনস্রোত দেখে অবৈধ সরকারের পিলে চমকে গেছে। আর সে কারণেই ক্ষমতায় টিকে থাকতে তারা জুলুম-নির্যাতন শুরু করেছে।’ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। মন্তব্য
No comments:
Post a Comment