কথা জানান তিনি। তার কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় ড. হাবিবুজ্জামান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি জিহাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এর আগে শনিবার সন্ধ্যায় শাজাহানপুর থানার এসআই আবু জাফর জিহাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন জিহাদের মাথা ও শরীরে জখমের দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রেস ব্রিফিংয়ে ড. হাবিবুজ্জামান চৌধুরী জানান, পাইপে পড়ার সময় জিহাদ মাথায় ও শরীরে আঘাত পায়। তবে এতে তার মৃত্যু হয়নি। পানিতে পড়ে যাওয়ার পরই অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়। তিনি জানান, জিহাদ যদি ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পাইপে পড়ে যায় তাহলে তার দু’ঘণ্টার মধ্যে অর্থ্যাৎ ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে তার মৃত্যু হয়েছে। ড. হাবিবুজ্জামান চৌধুরী জানান, যদি জিহাদ পানিতে পড়ে না যেত তাহলে হয়তো বেঁচে থাকার সম্ভাবনা ছিল। এদিকে ময়নাতদন্ত শেষে জিহাদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের জন্য তার লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা মামা মনীর হোসেন। মনীর হোসেন জানান, জিহাদের লাশ নিয়ে তার বাবা-মা বাড়ি চলে গেছেন। হাতে সময় খুব কম থাকায় সরাসরি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফরিদপুরে গ্রামের নেওয়া হচ্ছে। শাহজাহানপুরে জিহাদের লাশ নেওয়া হবে না। শাজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। এর ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার লাশ। এর পর পরই তাকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষার ও ইসিজি করার পর জিহাদকে মৃত বলে ঘোষণা করেন। এএইচ
Sunday, December 28, 2014
'দুই ঘণ্টার মধ্যে পানিতে ডুবে মৃত্যু হয় জিহাদের':Time News
'দুই ঘণ্টার মধ্যে পানিতে ডুবে মৃত্যু হয় জিহাদের' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ ডিসেম্বর, ২০১৪ ১১:১৭:৫৬ শাহজাহানপুরে পাইপের ভেতর পড়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই শিশু জিহাদের মৃত্যু হয়েছে। এ সময় সে মাথায় আঘাত পায়। তবে আঘাতে নয়, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. হাবিবুজ্জামান চৌধুরী। রোববার সকাল পৌনে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ
কথা জানান তিনি। তার কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় ড. হাবিবুজ্জামান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি জিহাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এর আগে শনিবার সন্ধ্যায় শাজাহানপুর থানার এসআই আবু জাফর জিহাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন জিহাদের মাথা ও শরীরে জখমের দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রেস ব্রিফিংয়ে ড. হাবিবুজ্জামান চৌধুরী জানান, পাইপে পড়ার সময় জিহাদ মাথায় ও শরীরে আঘাত পায়। তবে এতে তার মৃত্যু হয়নি। পানিতে পড়ে যাওয়ার পরই অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়। তিনি জানান, জিহাদ যদি ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পাইপে পড়ে যায় তাহলে তার দু’ঘণ্টার মধ্যে অর্থ্যাৎ ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে তার মৃত্যু হয়েছে। ড. হাবিবুজ্জামান চৌধুরী জানান, যদি জিহাদ পানিতে পড়ে না যেত তাহলে হয়তো বেঁচে থাকার সম্ভাবনা ছিল। এদিকে ময়নাতদন্ত শেষে জিহাদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের জন্য তার লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা মামা মনীর হোসেন। মনীর হোসেন জানান, জিহাদের লাশ নিয়ে তার বাবা-মা বাড়ি চলে গেছেন। হাতে সময় খুব কম থাকায় সরাসরি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফরিদপুরে গ্রামের নেওয়া হচ্ছে। শাহজাহানপুরে জিহাদের লাশ নেওয়া হবে না। শাজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। এর ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার লাশ। এর পর পরই তাকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষার ও ইসিজি করার পর জিহাদকে মৃত বলে ঘোষণা করেন। এএইচ
কথা জানান তিনি। তার কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় ড. হাবিবুজ্জামান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি জিহাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এর আগে শনিবার সন্ধ্যায় শাজাহানপুর থানার এসআই আবু জাফর জিহাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন জিহাদের মাথা ও শরীরে জখমের দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রেস ব্রিফিংয়ে ড. হাবিবুজ্জামান চৌধুরী জানান, পাইপে পড়ার সময় জিহাদ মাথায় ও শরীরে আঘাত পায়। তবে এতে তার মৃত্যু হয়নি। পানিতে পড়ে যাওয়ার পরই অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়। তিনি জানান, জিহাদ যদি ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পাইপে পড়ে যায় তাহলে তার দু’ঘণ্টার মধ্যে অর্থ্যাৎ ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে তার মৃত্যু হয়েছে। ড. হাবিবুজ্জামান চৌধুরী জানান, যদি জিহাদ পানিতে পড়ে না যেত তাহলে হয়তো বেঁচে থাকার সম্ভাবনা ছিল। এদিকে ময়নাতদন্ত শেষে জিহাদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের জন্য তার লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা মামা মনীর হোসেন। মনীর হোসেন জানান, জিহাদের লাশ নিয়ে তার বাবা-মা বাড়ি চলে গেছেন। হাতে সময় খুব কম থাকায় সরাসরি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফরিদপুরে গ্রামের নেওয়া হচ্ছে। শাহজাহানপুরে জিহাদের লাশ নেওয়া হবে না। শাজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। এর ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার লাশ। এর পর পরই তাকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষার ও ইসিজি করার পর জিহাদকে মৃত বলে ঘোষণা করেন। এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment