Wednesday, December 24, 2014

যেকোনো মূল্যে গাজীপুরে সমাবেশ করবে বিএনপি :Natun Barta

গাজীপুর: ছাত্রলীগের লাগাতার বিক্ষোভ ও সমাবেশ প্রতিহত করার ঘোষণার মধ্যেও গাজীপুরে আগামী ২৭ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ করবে বলে জানিয়েছে গাজীপুর জেলা বিএনপি। বুধবার দুপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নেতারা এ কথা জানান। সমাবেশের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, “আমরা প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ থেকে আগেই অনুমতি নিয়েছি। বৈধভাবে গণতান্ত্রিক কর্মসূচ
ি পালন করবো। এখানে সরকারের একটি সহযোগী সংগঠন অগণতান্ত্রিকভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”   তিনি বলেন, “গাজীপুরে বিএনপি ও আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে শিষ্টাচারের রাজনীতি করে আসছে। এখন যদি বাচ্চারা ভুল করে মুরব্বিদের উচিত তাদের নিয়ন্ত্রণে রাখা। না হয় প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।” পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শপথ নিয়ে যদি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেন তাহলে আইনশৃঙ্খরা অবনতির জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে।” গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র অধ্যাপক মান্নান বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। দেশের অন্যান্য জায়গার মতো গাজীপুরেও শান্তিপূর্ণ  সমাবেশের প্রস্তুতি নিয়েছি আমরা। ছাত্রলীগের বর্তমান অগণতান্ত্রিক ও বিশৃঙ্খল আচরণ গাজীপুর বিএনপি ও আওয়ামী লীগের শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি এখন থেকে প্রতিহিংসার রাজনীতি শুরু হবে।” সরকারকে উদ্দেশ্য করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, “আপনারা কী চান তা স্পষ্ট করুন। গণতন্ত্র প্রতিষ্ঠায় যদি আরেকটি সংগ্রামের প্রয়োজন হয়, আমরা প্রস্তুত আছি। তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামবো।” বিএনপি জেলা সভাপতি ফজলুল হক মিলন বলেন, “প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুমতি সাপেক্ষে আমরা সমাবেশের ঘোষণা দিয়েছি। সেখানে একটি গোষ্ঠী অগণতান্ত্রিক আচরণ শান্তিপূর্ণ কর্মসূচি নষ্ট করলে এর জবাব সরকারকে দিতে হবে।” গাজীপুরের পুলিশসুপার হারুণ অর রশিদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হান্নান শাহ বলেন, “‘আমরা জানি সরকারের যা সিদ্ধান্ত পুলিশ সুপার তাই করবেন, ১৪৪ ধারাও জারি করতে পারেন। বিএনপিও আইন জানে। পুলিশকে বলব, যদি সমাবেশ করতে না দেন তাহলে কারণ দেখিয়ে আমাদের লিখিত দেন। অথবা সরকারকে প্রজ্ঞাপন জারি করতে বলেন।” সাংবাদিক সম্মেলনে বিএনপির জেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে মহানগর বিএনপির সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেয়ার কথা রয়েছে। নতুন বার্তা/জবা  


No comments:

Post a Comment