তালেবান হামলায় কেঁপে উঠল আফগান সংসদ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কাবুল: অধিবেশন চলাকালে আফগানিস্তানের কাবুলে সংসদ ভবনের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার সকালে সংসদ অধিবেশন চলার সময় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। মুহূর্তে গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে ওঠে সংসদ ভবন। দেশটির সরাসরি সম্প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনার প
র সংসদ সদস্যদের ভবন থেকে বের করে আনা হচ্ছে। এ সময় ভবন থেকে ধোঁয়াও উড়তে দেখা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আমরা দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি। এছাড়া তুমুল গোলাগুলির শব্দ শুনেছি।’ সংসদে প্রতিরক্ষামন্ত্রী মাসুম স্টানিকজাইয়ের প্রতি আস্থা ভোটের আগে এই হামলার ঘটনা ঘটল। আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। টুইট বার্তায় তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘কতিপয় মুজাহিদীন আফগান সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছে এবং সেখানে তুমুল গোলাগুলি হচ্ছে।’ তিনি বলেছেন, ‘এই আক্রমণ এমন সময় হয়, যখন নতুন প্রতিরক্ষামন্ত্রীকে সংসদে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল।’ তবে সরকারি সূত্রে তালবানের দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ করিমী বলেন, ‘আমরা বিকট শব্দের বিস্ফোরণ শুনেছি। আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি।’ সূত্র: বিবিসি, আল-জাজিরা মন্তব্য
No comments:
Post a Comment