Tuesday, January 20, 2015

রাজধানীতে ফের বন্দুকযুদ্ধ, যুবক নিহত:Time News

রাজধানীতে ফের বন্দুকযুদ্ধ, যুবক নিহত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ জানুয়ারি, ২০১৫ ২২:০০:০৯ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আবারও কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় অজ্ঞাতপরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। রাজধানীর খিলগাঁও রেলগেট জোড়া পুকুরপাড় এলাকায় সোমবার রাত ৩টার দিকে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ওই যুবককে আহত অবস্থায়
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে ভোর পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। এর আগে সোমবার ভোরে মতিঝিলের কাচাবাজারে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে ঢামেক হাসাপাতলে নিয়ে যায়। সেখানে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। ইমরুল কায়েস (৩৮) নামের ওই ব্যক্তিকে পুলিশ অজ্ঞাত দেখালেও পরে জানা গেছে, তিনি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জামায়াত নেতা। কায়েস নড়াইল পৌরসভার ডুমুরতলা ঈদগাহপাড়ার মো. আনোয়ার হোসেন মোল্লার ছেলে। এআর


No comments:

Post a Comment