তিন বছর পর ইসরাইলে মিশরের নতুন রাষ্ট্রদূত আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জেরুজালেম: ইহুদিবাদী ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মিশরের সেনা সমর্থিত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। রবিবার মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা এ খবর দিয়েছে। হাজেম খায়রাত নামে নিয়োগ পাওয়া এ কূটনীতিক আগে আরব লীগে মিশরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে রাষ্ট
্রদূত এবং মিশর সরকারের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ইসরাইলে নতুন রাষ্ট্রদূত হিসেবে খায়রাত কবে থেকে কাজ শুরু করবেন তার সঠিক তারিখ জানানো হয় নি। তবে খবরে বলা হয়েছে সম্ভবত তিনি আগামী সেপ্টেম্বর মাসে ইসরাইলে যাবেন। এদিকে, মিশরের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল। ২০১২ সালে গাজা আগ্রাসনের প্রতিবাদে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি ইসরাইলে নিযুক্ত সেই সময়কার রাষ্ট্রদূত আতেফ সালেমকে প্রত্যাহার করে নেন। আতেফ ছিলেন সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে নিয়োগ পাওয়া সর্বশেষ মিশরীয় রাষ্ট্রদূত। এরপর এতোদিন ইসরাইলে আর কোনো রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়নি। মিশরের বর্তমান স্বৈরাচারী সরকারের সঙ্গে ইহুদিবাদী দেশটির ভালো সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। মন্তব্য
No comments:
Post a Comment