Monday, June 22, 2015

সংশোধিত আইনে দোষ স্বীকার না করলেও শাস্তি:আরটিএনএন

সংশোধিত আইনে দোষ স্বীকার না করলেও শাস্তি নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: মোবাইল কোর্ট (সংশোধন) আইন-২০১৫’র খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ‘দোষ স্বীকার না করলেও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে অপরাধীদের শাস্তির বিধান র
েখে এ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘মোবাইল কোর্ট আইন ২০০৯ সালে প্রণয়ন করা হয়। এ আইন অনুযায়ী বিচারযোগ্য ব্যক্তি দোষ স্বীকার করলে মোবাইল কোর্টে শাস্তি দেওয়া যায়। দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না।’ মন্তব্য      

No comments:

Post a Comment