যুদ্ধাপরাধ সুদানি প্রেসিডেন্টের দক্ষিণ আফ্রিকা ত্যাগে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জোহানেসবার্গ: সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের দক্ষিণ আফ্রিকা ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত। বশিরকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রুল জারির পর রবিবার এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। আদেশে বলা হয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগে তাকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর
করা হবে কিনা সে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করতে পারবেন না। আইসিসি এর আগে বশিরের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০০৩ সালে দারফুর যুদ্ধাপরাধে অভিযুক্ত সুদানের এই নেতা আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনে অংশ নিতে রবিবার জোহানেসবার্গ পৌঁছান। এ সময় দেশটির কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দারফুর সংঘাতে ৩ লাখ লোক মারা যায় বলে জাতিসংঘ জানিয়েছে। তবে তার বেশিরভাগই মার যায় রোগ-ব্যাধিতে। এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, সম্মেলনে স্বাগত জানানোর পরিবর্তে ওমর আল-বশিরকে গ্রেপ্তারের জন্য দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি করা উচিৎ হবে না। আইসিসির পরোয়ানার কারণে বশিরের চলাচল সীমিত হয়ে এসেছে। তিনি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়া কোথাও সফরে যান না। তবে আফ্রিকান ইউনিয়নের (এইউ) অভিযোগ অন্যায়ভাবে আফ্রিকার অনেক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছে আইসিসি। এইউ কোনো ক্ষমতাসীন নেতার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সচল না করার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে। বিবিসি বলছে, দক্ষিণ আফ্রিকা সরকার বশিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে বলে মনে হয় না। এর আগে দক্ষিণ আফ্রিকার মুসলিম আইনজীবী সমিতি মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির দক্ষিণ আফ্রিকা সফরকালে তাকে গ্রেপ্তারের আবেদন জানালে তিনি এই সফর বাতিল করে দিতে বাধ্য হন। মন্তব্য
No comments:
Post a Comment