মোহাম্মদপুর থানার এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মোহাম্মদপুর থানার এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: খিলগাঁও থানার পর এবার মোহাম্মদপুরের বসিলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেনের বিরুদ্ধে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুর সোয়া ৩টায় ধর্ষিতা ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে এসে ভর্তি হয়েছেন।
সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী ওই নারী নিজে এসে এখানে ভর্তি হন। সোমবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে। ভুক্তভোগী ওই নারী জানান, মোহাম্মদপুর বসিলা পুলিশ ফাঁড়ির এএসআই মোশাররফ হোসেনের সঙ্গে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর তার বিয়ে হয়। চলতি বছরের ১৫ জানুয়ারি তাদের ডিভোর্স হয়। এরপর তিনি উত্তরার এক বান্ধবীর বাসায় থাকা শুরু করেন। তিনি আরো জানান, ডিভোর্সের পর তিনি সাবেক স্বামী মোশাররফ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতের অভিযোগে মামলা করেন। মামলায় সে কিছু দিন জেলও খাটে। পরে মোশাররফ জামিনে বের হয়ে আসে। তিনি জানান, মোশাররফ তাকে ফের বিয়ে করবে বলে মামলা তুলে নিতে বলে। তিনি তার প্রস্তাবে রাজি হন। ২৭ ও ২৮ মে মোশাররফ তাকে মোহাম্মদপুরে ডেকে পাঠায় এবং সেখানে এক বাসায় রেখে ধর্ষণ করে। ৮ জুন পুনরায় বিয়ের কথা বলে একইভাবে ধর্ষণ করে। এরপর সে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে এসে ভর্তি হন। তিনি এএসআই মোশাররফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মন্তব্য
No comments:
Post a Comment