৪০ দিন যাবত মিয়ানমার উপকূলে জিম্মি ২,০০০ অভিবাসী: জাতিসংঘ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ইয়াঙ্গুন: জাতিসংঘ জানিয়েছে যে মিয়ানমারের উপকূলে অন্তত ২,০০০ অভিবাসী কয়েক সপ্তাহ ধরে জিম্মি হয়ে আছেন। তারা অনাহার ও সহিংসতার শিকার হয়েছেন। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান মঙ্গলবার এএফপিকে জানান যে, বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে গত ৪০ দিন ধরে অন্তত ৫টি নৌকায় কমপক্ষে ২,০০০ অভিবা
সী জিম্মি অবস্থায় আছেন বলে তারা খবর পেয়েছেন। তারা খাবার স্বল্পতা, পানিশূন্যতা এবং সহিংসতার শিকার বলে জানান তিনি। এসব অভিবাসীও বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম বলে ধারণা করা হচ্ছে। আন্দামান সাগরে মানবপাচারের বিরুদ্ধে অভিযানের কারণে তারা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ভিড়তে পারেননি। ভিভিয়ান জানান, এসব অভিবাসী মানব পাচারকারীদের হাতে জিম্মি রয়েছেন। ১৮০ থেকে ২৭০ ডলার (১৪,০০০-২১,০০০ টাকা) না দেয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না। প্রায় ৩,০০০ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম সাম্প্রতিক দিনগুলোতে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আশ্রয় নিয়েছেন। সাগরে এখনো হাজার হাজার অভিবাসী ভাসছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আর কোনো অভিবাসীকে গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে এই তিনটি দেশ। দারিদ্র ও বেকারত্বে কারণে বাংলাদেশিরা এবং মিয়ানমারে নিপীড়নের কারণে রোহিঙ্গারা সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করে। তবে প্রায়ই তারা মানব পাচারকারীদের হাতে জিম্মি হয়ে পড়েন। সূত্র: এএফপি মন্তব্য
No comments:
Post a Comment