এবার সিঁধেল চুরিতে ড্রোন ব্যবহার আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন লন্ডন: নানা কাজেই এখন মনুষ্যবিহীন ড্রোন হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে আরেকটি অভিনব কাজে ড্রোন ব্যবহার করছে সিঁধেল চোরেরা। পুলিশ জানিয়েছে, সিঁধেল চোরেরা তাদের টার্গেট করা ব্যক্তিগত বাসাবাড়িতে নজরদারির ড্রোন হেলিকপ্টার পাঠিয়ে বাড়ির ভেতরে কী বা কারা আছেন তার ফটোগ্রাফ সংগ্রহ করেন। বাসাবাড়ির নিরাপত্তার জন্য
এটাকে অভিনব হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তারা। বর্তমানে মাত্র ৩০ পাউন্ড বা ৩,৬৮৫ টাকায়ও ড্রোন হেলিকপ্টার মিলছে। ড্রোন হেলিকপ্টার পাঠিয়ে একটি অন্তত চুরির অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ড্রোনে থাকে আধুনিক প্রযুক্তির এইচডি ক্যামেরা যা দিয়ে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা যায়। এর আগে গুগলের স্ট্রিট ভিউ ও গুগল আর্থের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে চোরেরা এ প্রযুক্তি ব্যবহার করে সহজেই চুরি করতে পারছে। সূত্র: ডেইলি টেলিগ্রাফ মন্তব্য প্রযুক্তি প্রতিবেদকআরটিএনএনঢাকা: ১৯৮৫ থেকে ২০১৫ সাল। এই দীর্ঘ ৩০ বছরের সুদীর্ঘ সময় ধরে প্রযুক্তিবিশ্বে ওতপ্রোতভাবে জড়িয়ে . . . বিস্তারিত প্রযুক্তি ডেস্কআরটিএনএনঢাকা: বাংলাদেশি যুবক মো. ফরহাদুল আলমের (১৯) প্রচেষ্টায় যাত্রা শুরু করল বাংলাদেশি সার্চ ইঞ্জ . . . বিস্তারিত
No comments:
Post a Comment