
র। পুলিশের মুখপাত্র নাবিলা ঘানজাফার আরও বলেন, দুটোই আত্মঘাতি বোমা হামলা এবং এতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে, নিহতদের মধ্যে একজন পুলিশ ও একজন বেসরকারী নিরাপত্তা রাক্ষী রয়েছেন বলে লাহোর পুলিশের ডেপুটি ইনসপেক্টর জেনারেল ইরফান আশরাফ নিশ্চিত করেন। নিহত ওই দুই নিরাপত্তারক্ষী বোমা হামলাকারীদের গীর্জায় প্রবেশে বাধা দিয়েছিলেন বলেও জানান পুলিশের ডেপুটি ইনসপেক্টর জেনারেল ইরফান আশরাফ। পাকিস্তানি তালেবানপন্থী গোষ্ঠী জামায়াতুল আহরার দুটো হামলারই দায় স্বীকার করেছে। পাকিস্তানের স্থানীয় নিউজ চ্যানেল ডনের এক প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের পর এর সাথে জড়িত সন্দেহে এক যুবককে বিক্ষুব্ধ জনতা জীবন্ত পুড়িয়ে মারে। উল্লেখ্য, লাহোরের ইউহানাবাদ হচ্ছে দেশটিতে বসবাসরত খ্রিস্টান ধর্মাবল্বীদের সবচেয়ে বড় আবাসস্থল। এই অঞ্চলে ১০ লাখেরও বেশি মানুষের বসবাস। এদিকে, পাকিস্তানে প্রায়ই খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের টার্গেট করে এভাবে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। তারা এটাকে একটি ন্যাক্কারজনক অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। কেবি
No comments:
Post a Comment