Sunday, February 1, 2015

জিম্মি জাপানি নাগরিকের শিরশ্ছেদ করল আইএস:RTNN

জিম্মি জাপানি নাগরিকের শিরশ্ছেদ করল আইএস আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন দামেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা তাদের হাতে জিম্মি জাপানি নাগরিক কেনজি গোতোকে শিরশ্ছেদের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। এ ঘটনাকে একটি ঘৃণ্য কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে জাপান সরকার। জাপানি নাগরিক হারুন ইয়াকুয়ার শিরশ্ছেদের খবরসহ ভিডিও প্রকাশের এক সপ্তাহ পার না হতেই আরো একজন জাপানি নাগরিক কেনজি গোতোর শিরশ্ছেদের ভি
ডিও চিত্র প্রকাশিত হল। সদ্য প্রকাশিত এই ভিডিওটির সঙ্গে এর আগে ইসলামিক স্টেট সদস্যদের সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের ভিডিও চিত্রগুলোর মিল রয়েছে। জাপান বলছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছে। ৪৭ বছর বয়সী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা কেনজি গোতো গত অক্টোবর মাসে সিরিয়ায় অপহৃত হন। ধারণা করা হয়, হারুন ইয়াকুয়ার মুক্তির ব্যাপারেই সেখানে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই জর্ডানের কারাগারে বন্দি আল-কায়েদার একজন বোমাবাজের মুক্তির বিনিময়ে কেনজি গোতোকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছিল। দেশটির ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপান কখনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতদের ক্ষমা করবে না এবং তাদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সঙ্গে সহযোগিতা করে যাবে। সূত্র: বিবিসি মন্তব্য      


No comments:

Post a Comment