কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৫০ ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১০:১১:৪৩ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে ৫০ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ অ্যানটিওকুইয়ার গিরিখাতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, এখনো কত মানুষ নিখোঁজ রয়েছে, তা জানত
ে পারেনি কর্তৃপক্ষ। অ্যানটিওকুইয়ার সালগার শহরের মধ্য দিয়ে প্রবাহিত লিবোরিয়ানা নদীর দুই কূল ভারি বৃষ্টিপাতে প্লাবিত হয়। ভূমিধসের এটিও একটি কারণ। আন্দিজ পর্বতমালা অঞ্চলে অবিস্থিত অ্যানটিওকুইয়া প্রদেশের রাজধানী মেডেলিন এবং শান্তা মারগারিটা শহরের অধিকাংশ গ্রাম বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এসব অঞ্চলেও ভূমিধস হয়েছে। কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্যোগ দেখা দেয়। এদিকে ভূমিধসে চাপা পড়াদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জীবিত কাউকে পাওয়া যায় কিনা, সে আশায় মাটিতে চাপা পড়া ঘরবাড়িতে খনন কাজ করছে উদ্ধারকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের কারণে দেশের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট সান্তোস। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেবে তার সরকার। এসএইচ/এমকে
No comments:
Post a Comment