বিএম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ: আহত ৬ বরিশাল করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ০৮:২৭:৪০ বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে বলে জানা যায়। সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাধন (২৪), মনিশঙ্কর (২৩), আশিষসহ (২৩) চারজনকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছ
ে, হলের সিট দখলকে কেন্দ্র করে মনিশঙ্কর ও সাধন সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে ৬ জন আহত হন। এ ঘটনার জের ধরে কলেজ ছাত্রলীগ নেতা মুনিমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা আরও বেড়ে যায়। বহিরাগতরা ছাত্রাবাস ভাঙচুর, মোবাইল সেট ও নগদ টাকা লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান মুকুল জানান, ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরিস্থিতি এড়াতে হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। এসএইচ/এমকে
No comments:
Post a Comment