টুইটারে প্রথমবারের মতো অ্যাকউন্ট খুললেন ওবামা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১৭:২৬:১৯ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রথমবারের মতো অ্যাকউন্ট খুললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর তিনি লেখেন ‘হ্যালো টুইটার! আমি বারাক। সত্যিই! ছয় বছরে শেষ পর্যন্ত আমার ব্যক্তিগত অ্যাকাউন্টটা সচল হল।’ ওবামা তার ওভাল অফিসে বসে একটি স্মার্টফোন থেকে সোমবার প্রথম টুইট করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র
ের মেরিন কোরের হেলিকপ্টার মেরিন ওয়ানে উঠে বসেন। অ্যাট দ্য রেট অব সাইনটি লিখে ইংরেজিতে পিওটিইউএস (প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস) লিখলেই চলে আসবে ওবামার টুইটার অ্যাকাউন্ট। এছাড়া ওবামার নাম দিয়ে সার্চ করলেও, তার অ্যাকাউন্টটি চলে আসবে। ওবামার নিজস্ব টুইটার অ্যাকাউন্টটি চালুর আধা ঘন্টার মধ্যে তার অনুসারীর সংখ্যা দাঁড়ায় দেড় লাখে। আর এর অল্প কিছক্ষণের মধ্যে বিশ্বজুড়ে ওবামার অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে এ সংখ্যা বেড়ে চলেছে। তার অ্যাকাউন্টটি এখন বিশ্বের অন্যতম শীর্ষ হ্যাকিংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এর আগ পর্যন্ত ওবামা তার নির্বাহী স্টাফের অ্যাকাউন্ট অ্যাট দ্য রেট অব হোয়াইট হাউস বা তার নির্বাচনী স্টাফের অ্যাট দ্য রেট অব বারাক ওবামা অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করতেন। হোয়াইট হাউস জানায়, অ্যাট দ্য রেট অব পিওটিইউএস টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি আমেরিকার জনগণের সঙ্গে বার্তা আদানপ্রদান করতে পারবেন। টুইটার অ্যাকাউন্টে ওবামা ‘বাবা, স্বামী ও যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে তুলে ধরেন। ওবামা নিজে ৬৫ জনের অনুসারী। তার অনুসারীর তালিকায় ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ মন্ত্রিপরিষদের সদস্য, উর্ধ্বতন স্টাফ ও খেলোয়াড়রা রয়েছেন। টুইটারে ওবামা অ্যাকাউন্ট খোলায় তাকে অভিনন্দন জানিয়েছেন পপস্টার জাস্টিন বিবারের মা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটন টুইট করেন, ‘স্বাগতম অ্যাট দ্য রেট অব টুইটার, অ্যাট দ্য রেট অব পিওটিইউএস! একটি প্রশ্ন : ইউজারনেমের এই ব্যক্তিটি কি এখন অফিসে আছেন।’ ওবামা উত্তরে বলেন, ‘উত্তম প্রশ্ন অ্যাট দ্য রেট অব বিল ক্লিনটন। বাসা থেকে টুইট করছি। আর কিছু জানার আগ্রহ আছে?’ জেডআই
No comments:
Post a Comment