ঢাকা: ভারত থেকে রফতানিকৃত ২৩টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “ভারত দীর্ঘদিন ধরে তাদের রফতানিকৃত ২২৫টি পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা প্রদানের দাবি জানিয়ে আসছিল। কিন্তু দেশীয় পণ্যকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে আমরা এসব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছি না। তবে এবারের বৈঠকে ভারতের স্পর্শকাতর ২২৫টি পণ্য তালিকা থেকে ২৩টি পণ্যকে ছাড় দেয়া হয়েছে।” সোমবার সচিবালয়ে ঢাকা
সফররত ভারতের বাণিজ্য সচিব রাজীব খের-এর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তোফায়েল আহমেদ বলেন, “মদ ও অস্ত্র ছাড়া বাংলাদেশের সকল পণ্য রফতানির ওপর শুল্কমুক্ত সুবিধা দিয়েছে ভারত। মুক্তবাজার অর্থনীতির যুগে আগামীতে আস্তে আস্তে কোনো স্পর্শকাতর পণ্যের ওপরই হয়তোবা শুল্ক থাকবে না।” দু-দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, “সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে বাণিজ্য চুক্তিটি নবায়ন করা হবে। এর আওতায় বাংলাদেশের ট্রান্সপোর্ট সরাসরি নেপাল ও ভূটানে যেতে পারবে। আগে যেখানে ২১ দিন লাগতো এখন সেটা ছয়দিন লাগবে।” ভারতের বর্তমান সরকারের প্রশংসা করে তিনি বলেন, “ভারতের বর্তমান সরকার প্রতিবেশিগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়। অতীতের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার অনেক বেশি সহযোগিতামূলক। সবকিছু এত সহজে হয়ে যাবে ভাবি নাই। মনে হচ্ছেনতুন দিগন্তের সূচনা হয়েছে।” নতুন বার্তা/জিহ
No comments:
Post a Comment