নয়া দিল্লি: উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার প্রত্যর্পণ নিয়ে নেপালে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনা করবেন। পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণ, দুই দেশে জঙ্গি ইস্যু এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন। নয়া দিল
্লিতে রোবারবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ আকবর উদ্দিন এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী ২৬ ও ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডতে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে প্রধানমন্ত্রী পর্য়ায়ের বৈঠক হবে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ চেটিয়ার প্রত্যর্পণ বিষয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন। অনুপ চেটিয়ার বিনিময়ে দুই দেশের মধ্যে ছিটমহল চুক্তি বাস্তবায়িত করার দাবি জানাবে বাংলাদেশ। এর আগে ভারতের কংগ্রেস সরকার থাকাকালীন বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। সে সময়কার পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদ বিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠান। যাতে বিলটি সংশোধনের ব্যাপারে জনমত আদায় করা সম্ভব হয়। বর্তমানেও বিলটি সংশোধনের প্রস্তাব স্ট্যান্ডিং কমিটির হাতে রয়েছে। এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর। গত মাসেই কমিটি এক বৈঠকে বসে। এদিকে মোদি সরকার চাইছে,শীতকালীন অধিবেশনে বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এর স্থায়ী সমাধান সূত্র বের করার। ফলে সার্ক সম্মেলনের আগেই সংসদের অধিবেশনে এ ব্যাপারে আলোচনা হবে বলেও মনে করা হচ্ছে। সূত্র: দৈনিক যুগশঙ্খ। নতুন বার্তা/এমবি/জবা
No comments:
Post a Comment