টিআইবি চোখে কখনো ভালো কিছু দেখে না: তোফায়েল নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: নির্বাচনে ব্যাপক কারচুপি আর অর্থের বিনিময়ে প্রার্থী মনোমনয় বিষয়ে টিআইবির প্রকাশিত প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘এই সংস্থাটি কখনো চোখে ভালো কিছু দেখে না। তারা শুধু নেগেটিভ দেখে।’ সোমবার দুপুরে সচিবালয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য
। এর আগে সকালে টিআইবি তাদের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে। এতে তাদের ভাষ্যে, তিন সিটি নির্বাচনে প্রার্থীদের অতিরিক্ত ব্যয়, নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট প্রতিরোধে নির্বাচন কমিশনের ব্যর্থতা এত বেশি যে, গত মাসের শেষের দিকের এই নির্বাচনকে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলা যায় না। তিন সিটির অনিয়মের জন্য নির্বাচন কমিশনকে দায়ীও করে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ অংশ টিআইবি। আজ সচিবালযে ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু টিআইবি নয়। আরো কিছু সংস্থা রয়েছে, যারা বর্তমান সরকারের নেগেটিভ ছাড়া ভালো কিছুই দেখে না।’ তোফায়েল বলেন, ‘পানি, বিদ্যুৎ, সড়ক ও বাণিজ্যে ব্যাপক অগ্রগতি করেছে বর্তমান সরকার। টিআইবি এসব উন্নয়ন দেখতে পায় না। ২১ বছরের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন, বঙ্গবন্ধুর দৌহিত্রের নির্বাচনে বিজয় অর্জনেও সংস্থাটির চোখ নির্বিকার।’ নির্বাচন সুষ্ঠু হয়নি টিআইবির প্রতিবেদনের তথ্য অসত্য উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোনো সহিংতার ঘটনা ঘটেনি, তাও দেখতে পায় না। শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে সুষ্ঠু হয়নি বলা উদ্দেশ্যমূলক। বিএনপির নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেননি, এসবও টিআইবি দেখতে পায় না বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্তব্য
No comments:
Post a Comment