দরপত্র ছিনতাইকালে অস্ত্রসহ ৩ যুবলীগকর্মী গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন সাভার: সাভার পৌরসভায় অস্ত্রের মুখে দরপত্র ছিনতাইয়ের সময় অস্ত্র ও গুলিসহ যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাভার পৌরসভা ভবনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওসমান গনি রাসেল, রুবেল ও ইব্রাহীম। পুলিশ জানায়, সাভার পৌরসভার প্রায় সাত কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। দরপত্র
জমা ও অন্যদের দরপত্র জমা দিতে বাধা দিতে সকাল থেকেই সেখানে অবস্থান নেয় যুবলীগের কর্মীরা। এ সময় দরপত্র জমা দিতে আসা সাধারণ ঠিকাদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকেই দরপত্র জমা না দিয়ে পৌরসভা ত্যাগ করেন। একপর্যায়ে যুবলীগের কয়েকজন কর্মী অন্য ঠিকাদারকে দরপত্র জমাদানে বাধা দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওসমান গনি রাসেল, রুবেল ও ইব্রাহীম নামের যুবলীগের তিন কর্মীকে আটক করে। আটক হওয়া রাসেলের কাছ থেকে একটি বিদেীশ নাইন এমএম রিভলবার ও ম্যাগাজিনসহ দুটি গুলি উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ রাসেল বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।’ মন্তব্য
No comments:
Post a Comment