Wednesday, March 18, 2015

সেমিতে দক্ষিণ আফ্রিকা:Time News

সেমিতে দক্ষিণ আফ্রিকা স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ মার্চ, ২০১৫ ১৬:০২:৫৯ ২০১৫ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩৭.২ ওভারে ১৩৩ রান সংগ্রহ করতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ১৮ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে দ্রুতই জয় নিশ্চিত করতে ব্যাট চালিয়ে যা
ন হাশিম আমলা ও ডি কক। তবে সপ্তম ওভারের চতুর্থ বলে মালিঙ্গার বলে কুলসেকারার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হাশিম আমলা (১৬)। ওয়ান ডাউনে মাঠে নামা ডু প্লেসিসকে নিয়ে দলের হাল ধরেন ডি কিক। ঝড়ো ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫৭ বলে ১২টি চারে ৭৮ রান করে ডি কক। তার সঙ্গে ২১ রান নিয়ে খেলা শেষ করে ডু প্লেসিস। এর আগে টস জিতে শুরুতেই বিপদে পড়ে যায় গত আসরের রানার্স আপ শ্রীলঙ্কা। দলীয় মাত্র চার রানে দুটি উইকেট হারায় তারা। কাইল অ্যাবটের করা দ্বিতীয় ওভারে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হন কুশল পেরেরা (৩)। পঞ্চম ওভারে আঘাত হানেন ডেল স্টেইন। তার বলে ফাফ ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিলকারত্নে দিলশান (০)। ২০তম ওভারে ইমরান তাহিরকে ফিরতি ক্যাচ দিয়ে শেষ হয় লাহিরু থিরিমান্নের প্রতিরোধ গড়া ইনিংস। মাঠ ছাড়ার আগে ৪৮ বলে ৪১ রান করেন তিনি। ১৬ বলে ৪ রান করা মাহেলা জয়াবর্ধনেকে ২৪তম ওভারে ফাফ ডু প্লেসির ক্যাচে পরিণত করেন তাহির। সাঙ্গাকারা ও ম্যাথুস দলের হাল ধরার চেষ্টা করেন। তবে তাদের ৩৩ রানের জুটি ভেঙে গেলে শেষ হয়ে যায় তাদের শেষ স্বপ্নটি। দলীয় ১১৪ রানে ম্যাথুস চলে যাওয়ার পর দলের রানের খাতায় এক রান যোগ হতে বিদায় নেন থিসারা পেরেরা (০)। ইমরান তাহিরের বলে রিলি রুশোর হাতে ক্যাচ আউট হন পেরেরা। ৩৫তম ওভারের প্রথম দুই বলে দুটি উইকেট নেন ডুমিনি। নুয়ান কুলসেকারা (১), থারিন্ডু কুশলকে (০) বিদায় করে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। কারণ আগের ওভারের শেষ বলেও উইকেট শিকার করেছিলেন তিনি। ২২ গজের আরেক প্রান্তে দাঁড়িয়ে থাকা সাঙ্গাকারা রানের গতি বাড়ানোর চেষ্টা করে মাত্র ৪৫ রান করে সাজঘরে ফিরে গেছেন। ৯৬ বলে এই স্কোর করে মর্নে মরকেলের বলে মিলারের হাতে ক্যাচ আউট হন তিনি। ১২৭ রানে সাঙ্গাকারা বিদায় নেয়ার পর দলের খাতায় মাত্র ৬ রান যোগ হতে বিদায় নেন শেষ উইকেটে মাঠে নামা মালিঙ্গা (৩)। ২ রান নিয়ে অপরাজিত থাকেন চামিরা। দক্ষিণ আফ্রিকার বোলার ইমরান তাহির ৮.২ ওভারে ২৬ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। ডুমিনি নেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান স্টেইন, অ্যাবোট ও মরকেল। জেডআই


No comments:

Post a Comment