Wednesday, March 18, 2015

"আবেগ নয়, বাস্তবতার নিরিখে আমরাই এগিয়ে":Time News

"আবেগ নয়, বাস্তবতার নিরিখে আমরাই এগিয়ে" স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ মার্চ, ২০১৫ ১৬:৪২:১৪ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। এমন ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র ভারত। ম্যাচটিকে নিয়ে গ্রাম বাংলার চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ে বাতাস দিয়েছে আইসিসি'তে 'দাদাগিরি' করা ভারতের তারকাদের বাজে মন্তব্য। এতে ফেইসবুক হয়ে উঠেছে প্রতিবাদ আ
র শুভ কামনার কেন্দ্র বিন্দু। টাইগারদেরকে শুভ কামনা জানানো এমন কিছু কমেন্ট ও স্টাটাস তুলে ধরা হল: বাংলাদেশকে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে মুসলিম উদ্দিন আহমেদ নামে এক সমর্থক ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, "বাংলাদেশ-ভারত ম্যাচে আমাদের হারানোর কোনো ভয়, পিছুটান নেই। সুতরাং খোশ মেজাজে আছি। আবেগ নয়, বাস্তবতার নিরিখে আমরাই এগিয়ে।" এদিকে মুশফিকুর রহিমের একটি স্ট্যাটাসে কমেন্টে এক জন লিখেছেন, "ভারতকে ঠকিয়ে দেখিয়ে দাও যে আমরাও পারি। ১৬ কোটি মানুষের দোয়া তোমাদের সাথে আছে, এগিয়ে যাও তোমরা।" ভারতকে এর আগেও হারিয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে মাশরাফির বোলিং ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইন। ২০১২ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল টাইগাররা। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে এক সমর্থক লিখেছেন, ভারতের বাজে মন্তব্যে ক্ষিপ্ত হয়ে এক সমর্থক ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছেন। তিনি লিখেছেন, "এয়ারটেল ছেড়ে দেন। ভারতের কোনো পণ্য ব্যবহার করা আমাদের বাংলাদেশী মানুষের উচিত নয়। তাদের পণ্যগুলো বাদ দিয়ে আমরা প্রত্যুত্তর দিব। কারণ তারা আমাদের ভালবাসার ক্রিকেট দলের বিরুদ্ধে বিজ্ঞাপন নির্মাণ করেছে। আমি আমার এয়ারটেল সিম ফেলে দিয়েছি।"   এদিকে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল নয়, ফাইনাল নিয়ে মাথা ঘামাচ্ছেন এক বাংলাদেশী সমর্থক। আরেক সমর্থক টাইগারদেরকে সতর্ক করে দিয়েছেন। ধর্মপ্রাণ মুসলিম এক সমর্থক পবিত্র কুরআনের এক বিশেষ আয়াত "আয়তুল কুরসি" পড়তে মাশরাফিদেরকে অনুরোধ জানিয়েছেন। মাশরাফির এক পোস্টে কমেন্ট করে তিনি এ অনুরোধ জানান। ফেইসবুকের এমন আরো কিছু স্ট্যাটাস ও কমেন্ট সরাসরি তুলে ধরা হল: জেডআই


No comments:

Post a Comment