Thursday, March 12, 2015

রোববারের মধ্যে সালাহ উদ্দিনকে হাজিরের নির্দেশ:Time News

রোববারের মধ্যে সালাহ উদ্দিনকে হাজিরের নির্দেশ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ মার্চ, ২০১৫ ১৭:৪৪:১৪ আগামী রোববারের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ২৪ ঘণ্টার মধ
্যে সালাউদ্দিন আহমেদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফোজদারি আবেদন করেন সালাউদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। সালাউদ্দিনের পক্ষে এ আবেদনটি দায়ের করেন আইনজীবী মাসুদ রানা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। স্বরাষ্ট্রসচিব,পুলিশের মহা পরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি), ঢাকা জেলা প্রসাশক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশনা দেয়া হয়েছে। কেএইচ


No comments:

Post a Comment