Tuesday, February 3, 2015

হরতাল সমর্থনে সারাদেশে শিবিরের মিছিল:Time News

হরতাল সমর্থনে সারাদেশে শিবিরের মিছিল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০২ ফেব্রুয়ারি, ২০১৫ ০৬:৩৪:৪১ ২০ দল আহুত টানা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনের হরতাল সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ১০৮জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ৭৭জন নেতাকর্মীকে। হরতাল কর্মসূচি পালন কালে শিবির নেতৃবৃন্দ বলেন, মিথ্যা ভিত্তির উপর দাঁড়িয়ে অবৈধ আও
য়ামী সরকার জনতার গণআন্দোলনের জোয়ারকে রুখতে চাইছে। জনগণের সামনে দাঁড়ানোর সাহস তাদের নেই। তাই আইনশৃঙ্খালা বাহিনীকে অপব্যবহার করে খুন, গুম, নির্যাতন, গ্রেপ্তারকে অবৈধ ক্ষমতা ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার বানিয়েছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু এসব অপশাসনের পরিণতি কোন কালেই ভাল হয়নি এবং অবৈধ সরকারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবেনা। প্রতিটি অপকর্মের হিসাব কড়ায় গন্ডায় আদায় করবে জনগণ। যত অপচেষ্টাই করা হোক না কেন, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে মুক্তিকামী জনতার প্রবল প্রতিরোধে অবৈধ সরকারের মসনদ চুরমার হয়ে যাবে।   ঢাকা মহানগরী পশ্চিম ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম। প্রচার ও তথ্য সম্পাদক গোলাম হায়দার সোহেলের নেতৃত্বে একটি মিছিল ধানমন্ডি ১৫ থেকে ১০/এ তে এসে রাজপথ অবরোধ করে। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরী হরতালের ২য় দিনের শুরতে মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাব এর নেতৃত্বে ঢাকা-টাংগাইল মহাসড়কে ছাত্রাশিবির গাজীপুর মহানগরী মিছিল ও রাজপথ অবরোধ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ভাওয়াল কলেজ সভাপতি আশরাফুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ মহানগরী হরতাল সফল করতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী। সকাল ৭.১৫মিনিটে একটি মিছিল শহরের মাসদাইর বাজার থেকে দেওভোগ পানির টাংকি গিয়ে রাজপথ অবরোধ করে। এতে শাখা সভাপতি যোবায়ের আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। রাজশাহী মহানগরী ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ২য় দিনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের অলিফ লাম মীম ভাটার মোড়ে রাজপথ করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা মহানগরী ২য় দিনের হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা। সকালে নগরীর টুটপাড়া তালতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মহানগরী ছাত্রশিবির নেতা ইমরান খালিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক প্রমুখ। চট্টগ্রাম মহানগরী দক্ষিণ হরতালের সমর্থনে মিছিল অবরোধ করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখা। সকাল ৮টায় নগরীর ইপিজেড এলাকায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের অর্থ সম্পাদক ছিদ্দিক উল্লার নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরী অর্থ সম্পাদক রাকিবুল হাকিম প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ শহর সকাল ৮.৩০ টার দিকে ২০ দলের ডাকা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখায় বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি  ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি মোহাঃ গোলাম মোস্তফার নেতৃত্বে বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে বাতেন খাঁ মোড়ে  গিয়ে রাজপথ অবরোধ করে।  ঝিনাইদহ শহর হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা। সকাল ৭.৩০ টায় সদর উপজেলার ডাকবাংলা মোড়ে শহর শিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক নাজমুল হোসেনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শহর হরতালের ২য় দিনের শুরুতেই সকাল ৮টায় শহরের কুসুমবাগ পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল অবরোধ করে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। দিনাজপুর জেলা উত্তর হরতালের ২য় দিনে বিক্ষোভ মিছিল  করে দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবির। বীরগঞ্জ বাজারে  (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কে মিছিলটি প্রদক্ষিণের পর অবরোধ করে। এতে নেতৃত্বদেন  জেলা সভপতি মোঃ ময়নুল ইসলাম। কেরানীগঞ্জ উপজেলা ৭২ঘন্টা হরতাল ২য় দিনে ঢাকা-মাওয়া মহাসড়কের চুনকুটিয়া এলাকায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির কেরানীগঞ্জ উপজেলা। এসময় বিভিন্ন পর্যায়ের নেতার্মীরা উপস্থিত ছিলেন। এসএইচ


No comments:

Post a Comment