Thursday, March 12, 2015

সেই যুবক ধর্ষণ করেননি:Time News

সেই যুবক ধর্ষণ করেননি আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১২ মার্চ, ২০১৫ ২০:০৪:৪৫ ধর্ষণ করেছেন বলে যে কালিমা লেগেছিল তার গায়ে, তা থেকে মুক্তি মিলল ভারতের নাগাল্যান্ড রাজ্যে গণপিটুনিতে নিহত সেই যুবকের। কিন্তু যুবক সৈয়দ শরীফুদ্দিন খান (৩৫) তার নির্দোষের কথা শুনে যেতে পারলেন না। কারাগারের গেট ভেঙে বের করে উগ্র জনতার পিটুনিতে নিহত শরিফ ‘ধর্ষণ করেননি’ বলে বুধবার নাগাল্যান্ড সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের
কাছে একটি প্রতিবেদন দিয়েছে। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। পুরনো গাড়ির পরিবেশক শরিফের (কোনো কোনো গণমাধ্যম তাকে শরিফ, আরিফ ও ফরিদ বলে উল্লেখ করেছে) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল— ২০ বছর বয়সী এক নাগা তরুণীকে ধর্ষণ করেছেন তিনি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শরিফকে। এরপর তাকে বিচারিক হাজতে পাঠানো হয়েছিল। ৬ মার্চ ক্ষিপ্ত জনতা দিমাপুর কেন্দ্রীয় কারাগারের গেট ভেঙে শরিফকে বের করে আনে। তাকে নগ্ন করে শহরের কেন্দ্রে হাঁটানো হয়। এ সময় যে যার মতো তাকে বেদম পেটায়। শেষে মারা যান শরিফ। তার নিহত হওয়ার চার দিনের মাথায় রাজ্য সরকার জানাল— শরিফ ওই নাগা তরুণীর সঙ্গে যৌনমিলন করেছেন, তবে তা ঘটেছিল উভয় পক্ষের সমঝোতায়। জেএ


No comments:

Post a Comment