Thursday, January 15, 2015

গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস:Time News

গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৫ জানুয়ারি, ২০১৫ ০৯:৩২:০৭ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী বাস কাউন্টার থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বৃহস্পতিবার সকালে গাবতলী বাস কাউন্টারে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। গাবতলীতে এক কাউন্টারের কর্মী জানান, হরতাল ও অবরোধ থাকার
কারণে আজ আর কোনো বাস ছেড়ে যাবে না। তবে পরিস্থিতি ভালো থাকলে রাতে বিভিন্ন জেলার উদ্দেশ্যে এই টার্মিনাল থেকে বাস ছেড়ে যাবে। গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তা থেকে কিছুক্ষণ পর পর পাটুরিয়ার উদ্দেশে কিছু লোকাল গাড়ি ছেড়ে যেতে দেখো গেছে। তাতে যাত্রীদের মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার সময় গুলশানের হোটেল ওয়েস্টিনের পাশে রিয়াজ রহমানের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তাকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে তারা। এতে রিয়াজ রহমানের শরীরে চারটি গুলি লাগে। গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জেএ


No comments:

Post a Comment