Sunday, January 25, 2015

ভারত পৌঁছেছেন ওবামা:Time News

ভারত পৌঁছেছেন ওবামা আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০ তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৪০ মিনিটে তার বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি দিল্লি ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওবামার সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামাও রয়েছেন। তাদের স্বাগত জানাতে দিল্লির ওই বিমানবন্দরে হাজির হয়েছেন ভারতের প্রধানম
ন্ত্রী নরেন্দ্র মোদি। আগে থেকে ভারতের কেন্দ্রীয় কয়লা, শক্তি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী পীযূষ গোয়ালসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করেন। তার আগমন উপলক্ষে দিল্লিজুড়ে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা। জিনিউজের খবরে বলা হয়েছে, হায়দরাবাদ হাউস গার্ডেনে এক যৌথ বিবৃতির পর ওবামা ও মোদি একসঙ্গে কিছুক্ষণ সেখানে পায়চারি করবেন। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভবনে যাবেন ওবামা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন সস্ত্রীক ওবামা। আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা। কোনো মার্কিন প্রেসিডেন্ট এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবরউদ্দিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সফরকে একটি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা ও অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমি নিশ্চিত করতে পারি যে, এই সফরের ফলাফল ঐতিহাসিক হবে।’  এমকে            


No comments:

Post a Comment