
দ্ধ করতে হবে।’ বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চবিদ্যালয় মাঠে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ষষ্ঠবারের বৃত্তি প্রদান ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার ১৪ কোটি বই প্রস্তুত করেছে। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সেই বই। তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।’ ট্রাস্টের চেয়ারপারসন অনর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও শিক্ষিকা মাহজাবিন আক্তার সুমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ। সভা শেষে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে নগদ বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। ইআর
No comments:
Post a Comment