Saturday, December 13, 2014

বিচারকের সংখ্যা বাড়ানোর তাগিদ প্রধান বিচারপতির:Time News

বিচারকের সংখ্যা বাড়ানোর তাগিদ প্রধান বিচারপতির স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ ডিসেম্বর, ২০১৪ ২০:২৫:০৪ নতুন করে বিচারক নিয়োগ ও আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসাইন। আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক সংগঠন 'জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশন'-র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এমন পরামর্শ দিলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্
টিটিউটে আজ (শুক্রবার) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, বিচারাধীন মামলার লম্বা জট কমিয়ে মানুষকে ন্যায় বিচার প্রদানের স্বার্থেই আরও বিচারক নিয়োগ, আদালতের সংখ্যা বৃদ্ধি এবং বিচার-ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারির সংখ্যা বাড়াতে হবে। প্রধান বিচারপতি বলেন, আমাদের দেশে বিচারপতিদের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত যদিও তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সব সময়ই সমাজ ও দেশের কল্যাণে কাজ করে থাকেন। কেবি


No comments:

Post a Comment