বংশালে আ.লীগ নেতাকে যুবলীগ নেতার গুলি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর বংশালে হাজি রিপন (৩৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে গুরুতর আহত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। সোমবার দুপুর সোয়া একটার দিকে বংশালের মালিটোলা লেইনে ক্ষমতাসীন দলের দুই নেতার মধ্যে এই ঘটনা ঘটে। আহত হাজি মো. রিপনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ড
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে তার বড় ভাই হাজি মো. লাভলু জানিয়েছেন। তিনি দাবি করেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক তার ভাইকে গুলি করে আহত করেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার দুপুরে রিপনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে দুটি ও বাঁ হাতে একটি গুলি লেগেছে।’ আহতের বড় ভাই লাভলুর বরাত দিয়ে তিনি বলেন, ‘বংশালের ২৯/১ মালিটোলা লেইনে রিপনদের বাসা। দুপুরে ওই রাস্তার একটি ফোমের দোকানে তিনি বসেছিলেন। এ সময় যুবলীগের আশিক এসে তাকে গুলি করে চলে যায়।’ তবে কেন রিপনকে গুলি করা হয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। আহত রিপন বলেন, ‘আমি মালিটোলায় বন্ধু ফারুকের ফোমের দোকানে বসেছিলাম। এ সময় যুবলীগ নেতা আশিকুর রহমানসহ ১৪/১৫ জন আমাকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা দোকানে ঢুকে মারধর শুরু করে।’ তিনি জানান, সিটি করপোরেশনের নির্বাচন কেন্দ্র করে অনেকদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment