Saturday, December 13, 2014

মৌলবাদের চেয়ে সীমিত গণতন্ত্র ভালো: গাফফার:RTNN

মৌলবাদের চেয়ে সীমিত গণতন্ত্র ভালো: গাফফার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আফগানিস্তান, পাকিস্তান এবং ড্রোন হামলার চেয়ে সীমিত গণতন্ত্র ভালো বলে মন্তব্য করেছেন প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। এ সময় তিনি বলেন, বাংলাদেশে মৌলবাদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত খারাপ কাজ করুক আমি সমর্থন দিয়ে যাবো। ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাফফার চৌধুরীকে সংবর্ধনা প্রদান কর
েন জাতীয় সংবর্ধনা কমিটি। বাংলা একাডেমির আব্দুল করিম বিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। প্রবীণ এই সাংবাদিক বলেন, যতদিন বাংলাদেশ থেকে মৌলবাদি গোষ্ঠী হেফাজত, জামায়াত শেষ না বলে ততদিন গণজাগরণমঞ্চের মতো শক্তিকে সমর্থন দিয়ে যাবো। তিনি বলেন, শেখ হাসিনা একাই সেক্যুলার রাষ্ট্র গঠনের চেষ্টা করে যাচ্ছেন। তার একা বা শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে সেক্যুলার রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এজন্য সকল বাম রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আবদুল গাফফার চৌধুরী অভিযোগ করেন, বাংলাদেশে একটি জাতীয় দৈনিক নিরপেক্ষতার নামে মৌলবাদ ছড়াচ্ছেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে এলিট একটি শ্রেণী হিটলারকে সমর্থন করেছিল। এলিট শ্রেণী যুগে যুগে মৌলবাদকে আশ্রয়-প্রশয় দিয়ে থাকেন। তিনি আরো বলেন, বাংলাদেশে রাজনীতি ভীত শক্ত না হওয়ার কারণে এদেশে মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে। আর দেশে থাকছেন মাদরাসা পড়ুয়ারা যারা সব সময় পেছনে দিকে যেতে চায়। সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে গাফফার চৌধুরীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মোনায়েম সরকার। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সঞ্চালনায় গাফফার চৌধুরীকে নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক হারুন-অর-রশিদ, ভাষা সংগামী আহমদ রফিক, যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি মনোনীত প্রার্থী বিবি রহমান প্রমুখ। অনুষ্ঠানে গাফফার চৌধুরীকে ২১ লাখ টাকার চেক হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ফজল বুলবুল। প্রধানমন্ত্রীর পক্ষে উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাতীয় কবিতা পরিষদের পক্ষে কবি আসাদ চৌধুরী ও কবি আসলাম সানী, ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি বদিউজ্জামান সোহাগ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার শুভেচ্ছা জানান। মন্তব্য      


No comments:

Post a Comment