লেও কয়েক বছর আগে তার চাকরি চলে যায়। গত বছর সেপ্টেম্বরে রুনা খান ফেসবুকে ‘মুজাহিদ শিশুদের গড়ে তোলা’ শীর্ষক একটি লেখা পোস্ট করেন। আদালত তার এই লেখাকে ‘জিহাদের জন্য নারীদের উৎসাহিত করার ম্যানুয়াল’ বলে মন্তব্য করেছে। লেখার সঙ্গে ৩৫ বছরের রুনা খান তার দুই বছরের ছেলের হাতে খেলনা ও তলোয়ার থাকা ছবি পোস্ট করেন। এর নিচে লেখা ছিল, ‘আমি ভবিষ্যতের একটি ছবি কল্পনা করি যেখানেইনশাল্লাহ আমি আমার ছেলের জ্যাকেটের জিপার লাগিয়ে দিচ্ছি, তার মাথায় শাহাদাতের রুমাল পরিয়ে দিচ্ছি এবং তার হাতে রাইফেল তুলে দিয়ে বড়দের খেলা খেলতে পাঠাচ্ছি।’ ফেসবুকে আন্ডারকাভার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে জিহাদ বিষয়ে কথা বলার সময় গত বছর রুনা খানকে গ্রেপ্তার করা হয়। কেএইচ
Saturday, December 13, 2014
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর কারাদণ্ড:Time News
লেও কয়েক বছর আগে তার চাকরি চলে যায়। গত বছর সেপ্টেম্বরে রুনা খান ফেসবুকে ‘মুজাহিদ শিশুদের গড়ে তোলা’ শীর্ষক একটি লেখা পোস্ট করেন। আদালত তার এই লেখাকে ‘জিহাদের জন্য নারীদের উৎসাহিত করার ম্যানুয়াল’ বলে মন্তব্য করেছে। লেখার সঙ্গে ৩৫ বছরের রুনা খান তার দুই বছরের ছেলের হাতে খেলনা ও তলোয়ার থাকা ছবি পোস্ট করেন। এর নিচে লেখা ছিল, ‘আমি ভবিষ্যতের একটি ছবি কল্পনা করি যেখানেইনশাল্লাহ আমি আমার ছেলের জ্যাকেটের জিপার লাগিয়ে দিচ্ছি, তার মাথায় শাহাদাতের রুমাল পরিয়ে দিচ্ছি এবং তার হাতে রাইফেল তুলে দিয়ে বড়দের খেলা খেলতে পাঠাচ্ছি।’ ফেসবুকে আন্ডারকাভার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে জিহাদ বিষয়ে কথা বলার সময় গত বছর রুনা খানকে গ্রেপ্তার করা হয়। কেএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment