নেপালের পথে প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৫ নভেম্বর, ২০১৪ ১৬:১৫:৪০ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল তিনটা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন। ফ্লাইটটি নেপালের স্থানীয় সময় সোয়া ৪টার দিকের কাঠমান্ডুর ত্
রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ২৬ নভেম্বর কাঠমান্ডুর ‘রাষ্ট্রীয় সভা গৃহে’ দুই দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হবে। উদ্বোধনী অধিবেশনে সার্কের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন এবং ভাষণ দিবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাতে নেপালের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। ২৭ নভেম্বর সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সার্ক নেতাদের সঙ্গে নেপালের ধুলিখেল পর্যটন কেন্দ্রে যাবেন। সেখান থেকে ফিরে তিনি সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সার্কভুক্ত দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা নেপালের রাষ্ট্রপতি রামবরণ যাদবের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সার্ক নেতাদের সম্মানে নেপালের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সার্ক নেতারা। ২৮ নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। জেআই
No comments:
Post a Comment