Sunday, January 25, 2015

কিছুক্ষণের মধ্যেই ভারত সফরে আসছেন ওবামা:RTNN

কিছুক্ষণের মধ্যেই ভারত সফরে আসছেন ওবামা আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন নয়াদিল্লি: কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার সকাল থেকে ভারত সফর শুরু করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিন দিনের সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, পারমানবিক শক্তি এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় প্রে
সিডেন্ট ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ভারত পৌঁছানোর কথা রয়েছে। তিনি আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট ওবামা বিশ্বজুড়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে স্বীকৃতি দিলেন। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে মঙ্গলবার তাজমহল পরিদর্শনে যাবার কথা ছিল ওবামার। কিন্তু সৌদি আরবের নতুন বাদশাকে সম্মান জানাতে তার সেদেশে যাবার নতুন সফরসূচি অন্তর্ভুক্ত হওয়ায় ওই পরিকল্পনা বাদ দেয়া হচ্ছে। সূত্র: বিবিসি মন্তব্য      


No comments:

Post a Comment