Sunday, January 25, 2015

শেখ হাসিনাকে খালেদা জিয়ার ধন্যবাদ:RTNN

শেখ হাসিনাকে খালেদা জিয়ার ধন্যবাদ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। শনিবার রাতে ‘ঘুম থেকে জেগে’ তিনি এ মনোভাব ব্যক্ত করেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ভেতর মারুফ কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া ম
ানসিক ও শারীরিকভাবে বিপর্যয়ের মধ্যে আছেন। তিনি শোকার্ত ও অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল।’ মারুফ কামাল বলেন, ‘ঘুম থেকে জেগে যখন খালেদা জিয়া জানলেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি তাকে আসার জন্য ধন্যবাদ জানান।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া তাদের বলেছেন- এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাকে স্বাগত জানানো হবে।’ প্রেস সচিব আরো বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিল, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। যাই হোক প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাকে ধন্যবাদ।’ এর আগে রাত আটটা ৩৫ মিনিটে গুলশানে গিয়ে ফটকে অপেক্ষা করে ফিরে আসেন শেখ হাসিনা। পরে তার তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে এলেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি, যা রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত।’ মন্তব্য      


No comments:

Post a Comment