Thursday, January 22, 2015

লালবাগে বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু:RTNN

লালবাগে বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর লালবাগে বিস্ফোরণে আহত মাহবুবুর রহমান ওরফে বাপ্পী (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাপ্পী নিউ মার্কেট থানা ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বুধবার পুরান ঢাকার লালবাগের একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বা
প্পীর ডান হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণে তার ভাগনি হ্যাপি আক্তার (১২) ও ভাগনে লিপন (৬) জখম হয়েছে। ঘটনার পর আহত অবস্থায় এই তিনজনকে পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে বাপ্পী মারা গেছেন।’ বিস্ফোরণের ঘটনায় পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দিন আহাম্মেদ বলেন, ‘বোমা বানানোর সময় বিস্ফোরণে বাপ্পীর ডান হাত উড়ে গেছে। তিনি কাঁটাবনের ‘বোমা বাপ্পী’ হিসেবে পরিচিত।’ এ ঘটনায় আহত তিনজন, বাপ্পীর বোন, ভগ্নিপতিসহ ১০ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে বাপ্পী আজ মারা গেছেন। তবে বাপ্পীর বোন ঝুমুর আক্তারের দাবি, বোমার বিস্ফোরণে নয়, কক্ষ গরম করার বড় লাইট বিস্ফোরণে তার মেয়ে হ্যাপি, ভাই বাপ্পী, বোনের ছেলে লিপন আহত হয়। তিনি একটু দূরে থাকায় কিছু হয়নি। বাপ্পী ঝুমুরদের সঙ্গে লালবাগের ঢাকেশ্বরী সড়কের ২৯/২ নম্বর পাঁচতলা বাড়ির দোতলায় থাকেন। তার ভগ্নিপতি আবদুল হাকিম। লিপন থাকে মা-বাবার সঙ্গে কাঁটাবনে, খালার বাসায় বেড়াতে এসেছিল। মন্তব্য      


No comments:

Post a Comment