ঠক শেষে এরশাদ অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ। সেখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, ‘স্যার (এরশাদ) প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন। তবে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি।’ তবে নাম প্রকাশ না করার শর্তে এরশাদের ঘনিষ্ঠ এক নেতা সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এরশাদ।’ এ ছাড়া চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে আরো কঠোর হওয়ার আহ্বানও জানিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন এরশাদ। মন্তব্য
Thursday, January 22, 2015
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক:RTNN
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও তার বিশেষ দূত এইচএম এরশাদ। বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ অধিবেশনের বৈঠকের মাগরিব নামাজের বিরতি চলাকালে প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় বৈঠক হয়। এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও উপস্থিত ছিলেন। বৈ
ঠক শেষে এরশাদ অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ। সেখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, ‘স্যার (এরশাদ) প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন। তবে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি।’ তবে নাম প্রকাশ না করার শর্তে এরশাদের ঘনিষ্ঠ এক নেতা সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এরশাদ।’ এ ছাড়া চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে আরো কঠোর হওয়ার আহ্বানও জানিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন এরশাদ। মন্তব্য
ঠক শেষে এরশাদ অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ। সেখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, ‘স্যার (এরশাদ) প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন। তবে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি।’ তবে নাম প্রকাশ না করার শর্তে এরশাদের ঘনিষ্ঠ এক নেতা সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এরশাদ।’ এ ছাড়া চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে আরো কঠোর হওয়ার আহ্বানও জানিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন এরশাদ। মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment