Sunday, January 18, 2015

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর:RTNN

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: অবরোধের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় জড়িতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতেও দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। রবিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে দেশের জনগণের প্রতি তিনি এ আহ্বান জানা
ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এই নীতি বিশ্বাস করেন। তাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য কি কি করেছি সেটা আর বললাম না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্য আরো কত কি করতে পারি সেটাই কথা।’ ‘তবে এখানে আরেকটা বিষয় আছে। সব মুক্তিযোদ্ধা কিন্তু আদর্শ ধরে রাখতে পারে নাই—এটাও মাথায় রাখতে হবে। অনেকেই তো ওই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে, রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছে।’ তিনি বলেন, যারা মানুষ খুন করে, পেট্রল বোমা মারে, অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই প্রতিহত করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেই নিজেকে অবরোধবাসিনী করে দেশে অবরোধের ডাক দিয়েছেন। খালেদা সংসদেও নেই, বিরোধী দলেও নেই যে কারণে তিনি এমন করছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘যে কোনো পরিবেশ’ মোকাবিলা করে এগিয়ে যেতে পারবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। মন্তব্য      


No comments:

Post a Comment