Tuesday, January 20, 2015

খালেদাকে ‘নিষ্ঠুর ডাইনি’ বললেন হানিফ:RTNN

খালেদাকে ‘নিষ্ঠুর ডাইনি’ বললেন হানিফ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘নিষ্ঠুর ডাইনি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘তার (খালেদা জিয়া) মত নির্দয়-নিষ্ঠুর মহিলাকে বাংলাদেশ আগে কখনো দেখেনি।’ তিনি মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। হানিফ বলেন, ‘খালেদা জিয়া এতট
া নিষ্ঠুর, এতটা অমানবিক বা ভাবা যায় না। কোমলমতি শিক্ষার্থীদের তিনি পেট্রলবোমা মেরে আহত করছেন। তারা আজ পরীক্ষা দিতে পারবে কিনা জানে না।’ তিনি বলেন, ‘কত অমানবিক হলে তিনি পেট্রলবোমা মারতে পারেন। এত নিষ্ঠুর-হৃদয়হীন হতে পারেন। তাকে নিষ্ঠুর ডাইনির সঙ্গে তুলনা করা যেতে পারে।’ মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনজামালপুর: জামালপুরে এসএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৪) হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ নয়, পেট্রলবোমা সন্ত্রাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব . . . বিস্তারিত            


No comments:

Post a Comment