
াজধানীতে প্রজন্ম লীগের কার্যালয়ে অগুন; মহাসড়কে ভাংচুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে র্যাব-১০ এর একটি টিমসহ পুলিশের দু'টি টিম ঘটনাস্থলে পৌছেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। কার্যালয়টি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপরে স্থাপিত ছিল। মুলি বাসের অফিস কক্ষ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া প্রায় একই সময়ে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরে অবরোধে সিএনজি ভাঙচুর, আটক ২৫ অনির্দিষ্টকালের অবরোধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করেছে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ ছাড়া অবরোধ সমর্থনকারীরা একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে। এ দিকে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে বলে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের মিয়া রাস্তার মাথা নামক স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে ঢাকা-রামগতি সড়ক অবরোধ করে জোটের নেতা-কর্মীরা। একই সময় মজু চৌধরী হাট সড়কে একটি অটোরিকশা ভাঙচুর করে তারা। এ ছাড়া শহরের আলিয়া মাদ্রাসার সামনে, বিসিক শিল্প এলাকা, বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। খুলনায় অবরোধের সমর্থনে মিছিল ২০ দলীয় জোটের অনির্দিষ্ঠকালের অবরোধের ১৫ তম দিনে খুলনায় মিছিল করেছে ২০ দলীয় জোট। শহরের দৌলতপুরে সকালে কয়েকটি মিছিল হয়। বিএনপি-জামায়াত একত্রে একটি মিছিল বের করে এবং আলাদা ভাবে ছাত্রশিবির সরকারি বি.এল কলেজ একটি মিছিল বের করে। টঙ্গীতে শিবিরের মিছিল অনির্দিষ্টকালের হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। সকাল সাড়ে ৮ টায় টঙ্গীতে তারা মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর সেক্রেটারি হাসনাইন আহমেদ। এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া প্রমুখ। এছাড়া গাজীপুরের চেরাগ আলীতে শিবির নেতা মিজানুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয় একই সময়ে। দিনাজপুরে অবরোধের সমর্থনে মিছিল ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের ১৫ তম দিনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর শাখা। সকাল সাড়ে ৮ টায় শহরের মুন্সিপাড়া এলাকায় তারা এ মিছিল করে। উত্তরায় শিবিরের মিছিল ২০দলীয় জোটের টানা অবরোধের সমর্থনে ১৫তম দিনে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। সকাল সাড়ে ৭ টায় উত্তরার আজমপুরে মিছিলটি হয়। মিছিলের নেতৃত্ব দেন শিবিরের মহানগর উত্তরের এইচআরডি সম্পাদক মো. আইয়ুব, বিমানবন্দর থনা সভাপতি জাকিরুল ইসলাম, উত্তরখান সভাপতি কেরামত আলী, মমিনুর রহমান প্রমুখ। এএইচ
No comments:
Post a Comment