Tuesday, December 23, 2014

'সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনা পরিকল্পিত':Time News

'সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনা পরিকল্পিত' খুলনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২২ ডিসেম্বর, ২০১৪ ১৮:৪৪:১৩ সোমবার সুন্দরবন পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে সাত সদস্যের বিএনপির তদন্ত কমিটির প্রধান মেজর হাফিজ উদ্দীন বলেন, 'সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনা ছিল পরিকল্পিত।' তিনি বলেন, 'বাগেরহাট রামপালে কয়লাভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে, সেটি ভারতে করার কথা ছিল। কিন্তু ভারতের পরিবেশ অধিদফতর ছাড়পত্র না দেওয়ায়
তারা সেটি করেনি।' মেজর হাফিজ বলেন, 'রামপালে যদি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হয় তবে তা সুন্দরবনের জীববৈচিত্রের উপর মারাত্মক প্রভাব ফেলবে। এ কারণে দেশের সচেতন মানুষ আন্দোলন গড়ে তুলেছে। সেই মুহূর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে অবস্থানকারীরা পরিকল্পিতভাবে ট্যাংকার ডুবির এ ঘটনা ঘটিয়েছে।' তিনি আরও বলেন, ট্যাংকারডুবিতে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হয়েছে, ভবিষ্যতে আরও ক্ষতি হবে। জেআই


No comments:

Post a Comment