
ছিটমহল বিনিময় চুক্তি অনুমোদনে ডিমলায় মিষ্টি বিতরণ নীলফামারী করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৬ মে, ২০১৫ ০৯:৪৬:২৪ ভারতীয় মন্ত্রীসভায় ছিটমহল চুক্তি অনুমোদন হওয়ায় মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশের অভ্যন্তরে ডিমলা উপজেলায় ভারতীয় চার ছিটমহল বাসিন্দারা। মঙ্গলবার রাতে একে অপরের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন। এ বিষয়ে বাসিন্দা যদুনাথ চন্দ্র রায় জানান, ৬৭ বছরের বন্দিদশা থেকে আমরা মুক্তি পেতে
যাচ্ছি। ছিটমহলবাসীদের বাংলাদেশ-ভারত কোনো দেশেই নাগরিকত্ব ছিল না। আমরা জমি বিক্রি করতে পারতাম না, ছেলে মেয়েদের পড়াশুনার জন্য স্কুলে ভর্তি করাতে পারতাম না। সীমান্ত চুক্তি অনুমোদন হওয়ার খবরে তাই আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। এএইচ
No comments:
Post a Comment