Wednesday, May 6, 2015

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ :নতুন বার্তা

ঢাকা: খুলনার মতো ঢাকায়ও টস জিতেছে বাংলাদেশ। তবে এ যাত্রা ব্যাটিং না করে মিরপুরের উইকেটে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করছে পাকিস্তান। বাংলাদেশ দলে একটিই পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় দলে এসেছেন শাহাদাত হোসেন। মিরপুরের উইকেট দেখে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে খেলানোরও একটা চিন্তা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতি
ল হয়ে যায়। দলে জায়গা হয়নি ওপেনার লিটন দাসের। এছাড়া দ্বিতীয় টেস্টের জন্য দলে আসা পেসার আবুল হাসান রাজুকেও সাইড বেঞ্চেই থাকতে হচ্ছে। পাকিস্তান দলেও একটি পরিবর্তন রয়েছে। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরকে বসিয়ে তারা একাদশে এনেছে পেসার ইমরান আহমেদকে। আগের মতোই একাদশে জায়গা হয়নি স্পিনার সাঈদ আজমলের। নতুন বার্তা/ জেএ  

No comments:

Post a Comment