বড় বাধা জামায়াত: ভূমিমন্ত্রী পাবনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:৩৫:১৬ জামায়াত ইসলামের জনবিমুখ কর্মসূচির কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধাগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। একইসঙ্গে সব ধর্মের মানুষ মিলে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ও সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রোববার সকাল ১১টায় পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ হল রুমে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বক্তব্যে ভূমি মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় রাজাকার, আলবদর, আলশামস্ এদেশে নারকীয় তান্ডব চালিয়ে মানুষ হত্যা, ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে মানুষের মনে অশান্তি সৃষ্টি করেছিল। আজ তাদেরই দোসর জামায়াতে ইসলাম এখন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, যানবাহন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। ৪৪ বছর ধরে তাদের নৃশংস নারকীয় তান্ডবের কারণে এদেশ শতভাগ সোনার বাংলা হতে পারেনি। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী আটঘরিয়া উপজেলার ৩৮ জন গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, প্রাক্তন সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল গফুর, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ বকুল, আইডিএস প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর ময়েন আলী, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিএস প্রকল্পের কো-অর্ডিনেটর আমিনুর রহমান। এএইচ
No comments:
Post a Comment