Monday, December 8, 2014

‘স্বৈরাচার হটাতে আরেকটি কনভেনশন হবে’:RTNN

‘স্বৈরাচার হটাতে আরেকটি কনভেনশন হবে’ নিজস্ব প্রতিবেদক আরটি এনএন ঢাকা: ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান স্বৈরাচারকে হটাতে নব্বইয়ের মতো আরেকটি ছাত্র কনভেনশন করা হবে। বর্তমান জাতীয় সংসদকে সকল অপকর্মের ভ্যানগার্ড ও কেন্দ্রবিন্দু বলেও মন্তব্য করেছেন তিনি। আমান বলেন, সংসদে এখন প্রহসন ও তামাশা দেখছে মানুষ। ৫ জানুয়ারির নির্বাচনের নামে গণতন্ত্রের কফিনে শেষ প
েরেক ঠুকে দেয়া হয়েছে। আর এর মাধ্যমে গঠিত হয়েছে অবৈধ সংসদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১৮ ডিসেম্বর সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দের কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য সংবাদ সম্মেলনটির আয়োজন করে। আমান উল্লাহ আমান বলেন, ১৯৯০ সালে তৎকালীন স্বৈরশাসক এরশাদকে হটাতে যেমন কনভেনশন করা হয়েছিল তেমনি এখন আবার আরেকটি কনভেনশন করা হবে। সেখানে সরকার পতনের লক্ষ্যে দিকনির্দেশনা দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সেই কনভেনশন অনুষ্ঠিত হবে বলে জানান আমান। জিয়া পরিবার এবং বিএনপিকে নির্মূল করাই বর্তমান আওয়ামী লীগের একমাত্র টার্গেট বলেও মন্তব্য করেন আমান। তিনি আরো বলেন, ছাত্রলীগ নামক এক দানবীয় শক্তির কাছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি। ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজি, ও মাদক ব্যবসার আধিপত্য। বিরোধী পক্ষের ছাত্র সংগঠন এমনকি নিজ দলের নেতাকর্মীদের ওপর তাদের নৃশংসতা থেমে নেই। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ব্যাপারে নির্বিকার। নব্বইয়ের ছাত্র-গণআন্দোলনের এই নেতা বলেন, টানা ৯ বছর আন্দোলনে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিলো। ওই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলো তৎকালীন ডাকসু ও সর্বদলীয় ছা্ত্র ঐক্য। সেদিন হিমালয়ের মতো অবিচল ও দৃঢ থেকে আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন ৭ দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শত দমন পীড়ন সত্ত্বেও তিনি ছিলেন আপোষহীন ও অবিচল। এ কারণেই তখন আমাদের বিজয় সম্ভব হয়েছিল। সরকার গুম খুনের মেতে উঠেছে জানিয়ে সাবেক এ ছাত্রনেতা বলেন, ৩ বছর আগে ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। ক্রমেই এ তালিকা দীর্ঘ হয়ে উঠছে। শাপলা চত্বরে মধ্যরাতে আলো নিভিয়ে হেফাজতের সমাবেশে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে যা ইতিহাসে নজিরবিহীন। তিনি আরো বলেন, শেয়ার মার্কেট, কুইক রেন্টাল, ব্যাংকিং প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান লুটপাট করে ক্ষমতাসীনরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment